চাকুরী বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফেরার প্রতিযোগিতায় নেমেছে মানুষ

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

আগামা ০১ আগষ্ট’২১ তারিখ হতে গার্মেন্টসহ শিল্পকারখানা খোলার খবরে চাকুরী বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফেরার প্রতিযোগিতায় নেমেছে মানুষ। এ প্রতিযোগিতায় কেউবা অটোতে, কেউ ভ্যান বা রিক্সায়, কেউ কেউ মোটরসাইকেলসহ মহিলা পুরুষ নির্বিশেষে যাচ্ছে খোলা ট্রাকেও। এমনকি যার এর কোনটাই পাচ্ছে না তারা প্রখর রোদ্রের মধ্যে পায়ে হেঁটে চলেছে কর্মস্থলের দিকে।

শনিবার (৩১ জুলাই) ভোর হতেই সরকারের দেওয়া লকডাউন উপেক্ষা করে যারা কোরবানির ঈদে ফিরেছিল গ্রামের তার এমন দুরদশার চিত্র লক্ষ্য করার মতো। মহাসড়কে সারির পর সারি হয়ে লোক মাইলের পর মাইল পারি দিচ্ছে, অন্যদিকে এমন সুযোগ পেয়ে অটো, সিএনজি, মোটরসাইকেল, ট্রাক ও হায়েস গাড়ীর চালকরা ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তিন থেকে চারগুন বেশী ভাড়া। এমন পরিস্থিতিতে রংপুরের মহসড়ক এখন মিছিলের নগরীর মতো হয়ে উঠেছে।