গোবিন্দগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২১ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোভিড-১৯ এ চলমান লকডাউনে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মালি, ফেরিওয়ালা ও কুলি শ্রমিকের ২৯০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

সোমবার (২ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে এসব খাদ্য সামগ্রী বিতরকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিস আলী, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,রম শরিফুল ইসলাম জর্জ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।