লালমনিরহাটে "করোনা হেল্প সেন্টার" উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২১ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

২ আগস্ট,সোমবার মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপি "করোনা হেল্প সেন্টার" উদ্বোধন করেন।

তদুপলক্ষ্যে এক ভার্চুয়ালি আলোচনা সভা লালমনিরহাট জেলা বিএনপি অফিস থেকে পরিচালিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং হেল্প সেন্টারের শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক,নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।লালমনিরহাট জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে করোনা আক্রান্ত পরিবার সমূহের মাঝে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।