ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু

এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২১ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪
লালমনিরহাটের কালীগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে সুভাষ চন্দ্র রায় (৪০) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে
উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িহাট সতীরপাড় এলাকায় গরুর ঘাস কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহত সুভাষ চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত প্রসন্ন কুমার রায়ের ছেলে। তিনি এস.কে ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।জানা যায়, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িহাট সতীরপাড় এলাকায় সুভাষ বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তাকে ভিমরুলে কামড় দেয় । এসময় তিনি ব্যথার তীব্রতায় অজ্ঞান হয়ে গেলে পরিবারের লোকজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটায় মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষককে প্রচুর ভিমরুল কামড় দেন তার ব্যাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়