গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের (চক গোবিন্দ) গোহাটি পাড়ায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লিটন ৪নং ওয়ার্ডের চক গোবিন্দ মহল্লার মংলুর ছেলে। তিনি নিজ ঘরে বিদ্যুতের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। 

নিহত লিটনের ভাতিজা শাহারুল হোদা রিপন জানান, তিনি বিদ্যুতের মেইন লাইন বন্ধ না করেই নিজ ঘরে বাল্ব পরিবর্তন করছিলেন। সেখানেই তিনি বিদ্যুতায়িত হয়ে দীর্ঘক্ষণ ঝুঁলে থাকেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার মাহিদুল ইসলাম শামীম "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।"

গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেসুর রহমান মোখলেস বিদ্যুৎস্পৃষ্ট লিটনকে দেখতে যান। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।