চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রণক্ষেত্র এলাকা, ২টি ককটেল উদ্ধার

রাজশাহী ব্যুরো:
রাজশাহী ব্যুরো: রাজশাহী ব্যুরো:
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২১

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

৩ আগস্ট সোমবার রাত ৯ টার দিকে মোন্নাপাড়া ও ঘোপাপাড়া এলাকার প্রায় আধা কি.মি. এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ সময় উভয় পক্ষই ইটপাটকেল ছুঁড়ে। 

এতে ২ জন আহত হয়ে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক ঐ এলাকায় সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ করা গেছে। 

জানাগেছে, গত ২ আগস্ট রোববার রাতে মোন্নাপাড়া ও ঘোপাপাড়া এলাকায় বখাটে একদল কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে একটি দোকানঘর, অটো গ্যারেজ ভাংচুর করে।

বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন অটো গ্যারেজ মালিকসহ স্থানীয়রা। তবে নিক্ষেপ ককটেল বিস্ফোরণ হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে  ২ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাতে কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পরে তাৎক্ষণিক সদর মডেল থানার এসআই করিম ও এসআই সুজন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে লিপ্তরা পালিয়ে যায়। এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান, ওসি মোজাফফর। 

ককটেল উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক রনি সাহা। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। 

এদিকে স্থানীয় একাধিক মহল্লাবাসী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, এলাকায় দুটি মহলের কারণে আমরা এলাকার মানুষ আতঙ্কে আছি। ককটেল বিস্ফোরণ বা ইটপাটকেল নিক্ষে পে কার কখন ক্ষতি হয়ে যায় এই আতঙ্কই এখন অত্র এলাকার মানুষদের। জান মালের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এর সুষ্ঠু সমাধান এখনই জরুরী।