সাংবাদিক পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদাবাজির ঘটনায় থানায় অভিযোগ

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরের পীরগঞ্জে সাংবাদিক পরিচয়ে মিষ্টি দোকানে চাঁদা দাবি করার সময় ক্ষিপ্ত মিষ্টি দোকানদাররা সংঘবদ্ধ হওয়ার পূর্বেই কথিত দু’ সাংবাদিক ঘটনাস্থল ত্যাগ করে।এ ব্যাপারে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার মদনখালি ইউনিয়নের ঐতিহ্যবাহী খালাশপীর হাটে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, জগন্নাথপুর গ্রামের রাজা মিয়ার পুত্র আরিফুল ইসলাম (৩২) ও মোস্তফা (বীমা মোস্তা) (৪২) খালাশপীর হাটে মিষ্টি দোকানিদের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এবং ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে দোকান প্রতি ৫’শ টাকা করে দাবী করেন।

এক প্রর্যায়ে কয়েকজন দোকানীর কাছ থেকে তথাকথিত ওই দুই সাংবাদিক ২০০/৩০০ টাকা করে চাঁদা উত্তোলন করেছে । বিষয়টি দ্রুত মিষ্টি ব্যবসায়ী মহলে ছড়িয়ে পড়লে তারা প্রতিবাদে ফেটে পড়ে।

এক পর্যায়ে সকল মিষ্টি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হতে থাকলে অবস্থা বেগতিক দেখে ওই সাংবাদিকরা মোটর সাইকেলযোগে সটকে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষে মিষ্টি দোকানদার সিরাজুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করেছেন। ব্যবসায়ী মহল সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন ।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।