ধামইরহাটে শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২১

নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

৫ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরে যৌথ আয়োজনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী বিষয়ে আলোকপাত করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবকে উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি  এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মে. কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা প্রমুখ।

বক্তাগণ স্বাধীনতা অর্জন পরবর্তী যুদ্ধ বিদ্ধস্থ্য বাংলাদেশে শেখ কামালের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।#