পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির বড়কলক এলাকায় সেনাবাহিনী-বিজিবি'র যৌথ অভিযানে পাহাড়ের আঞ্চলিক প্রসীত খীসা  নেতৃত্বাধীন ইউপিডিএফ এর ১সন্ত্রাসীকে ১টি পিস্তল  ও ২রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে (৫ আগস্ট) পানছড়িতে একটি বিশেষ সেনা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ইউপিডিএফ এর সহকারী কালেক্টর কল্যান জ্যোতি চাকমাকে(২১) আটক করা হয়।

এসময় চাঁদা আদায়ের রশিদ বই,১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।অভিযানকালে আরো ২সশস্ত্র সন্ত্রাসীকে সেনা সদস্যরা ধাওয়া করলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে গভীর জংগলে পালিয়ে যেতে সক্ষম হয়। 

আটক ইউপিডিফ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পানছড়ি সেনা ক্যাম্পে নেয়া হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. দুলাল হোসেন জানান, ইউপিডিএফ'র সদস্য কল্যান জ্যোতি চাকমা(২১) এর বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের হয়েছে।