যমুনেশ্বরী নদীতে সাঁতার কাটতে নেমে তিন বোনের মৃত্যু

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২১

রংপুর জেলার  বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে সাঁতার কাটতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকেলে বদরগঞ্জ উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে- মৃত তিন বোন হলো ঐ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), তার বড় বোন রুবিনা আক্তার (১৬) ও তাদের জ্যাঠাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।

সাদিয়া আক্তার চেতনা বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং অপর দুই বোন রুবিনা আক্তার ওসমানপুর ফাজিল মাদরাসার দশম শ্রেণির এবং রাবেয়া বাশরী সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

তারা নিজ বাড়ি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর থেকে ১৪ কিলোমিটার দূরে কুতুবপুর ইউনিয়নের নাটারাম শেখপাড়া গ্রামে ফুপু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হন।  

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান  বলেন- ঘটনার বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।