মাটিরাঙ্গায় ধর্ষণ ধামাচাপা দিতে সবিতা ত্রিপুরাকে হত্যা-পুলিশ সুপার আব্দুল আজিজ

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নে সবিতা ত্রিপুরা নামে এক গৃহবধূ ধর্ষণের পর শ্বাষরোধে হত্যা মামলার আসামী মোহন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬আগষ্ট) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, আসামী মোহন ত্রিপুরা দীর্ঘদিন ধরে সবিতা ত্রিপুরাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন।

তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার দুপুরে বসত বাড়ির অদূরে মোহন ত্রিপুরা তাকে একা পেয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করার পর শ্বাষরোধ করে হত্যা করে গভীর ঝিরির পানিতে ফেলে পালিয়ে যায়। সবিতা এিপুরার হত্যার ঘটনায় তার পিতা ধনরঞ্জন ত্রিপুরা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে গতকাল মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে মোহন ত্রিপুরাকে গ্রেফতার করে। আদালতে এ ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে আসামি।