পীরগাছায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২১ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরের পীরগাছায় ৬জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ ফলাফল জানা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৬আগস্ট) ১৬জনের নমুনা পরীক্ষায় ৬জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়।

তারা হলেন উপজেলার কিসামত ঝিনিয়ার ফাতেমা বেগম (৫০), অনন্তরামের হালিমা বেগম (৬০), কারবালার আব্দুর রহিম (৩৭), নেকমামুদের নুর ইসলাম (৬৫), নাগদাহ গ্রামের নজির আহমেদ ও প্রতিপালের নাজমিন আক্তার (১৫)। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৪৭৫ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩০ জন । চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০জন।