গোবিন্দগঞ্জে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের প্রতিবাদে সচেতন সমাজের উদ্যোগে মানববন্ধন

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২১ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর, সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর, সাহেবগঞ্জসহ বিভিন্ন স্থানে শতাধিক ড্রেজার/স্ক্যাভেটর দিয়ে নির্বিচারে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনে বিলিন হচ্ছে ফসলি জমি, বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ গুরুত্বপূর্ন স্থাপনা। এরই প্রতিবাদে অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু দস্যূদের অবিলম্বে অাইনের আওতায় আনার দাবীতে গোবিন্দগঞ্জ-কুঠিবাড়ী সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

৮ আগস্ট রবিবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাইবান্ধা জেলা সচেতন সমাজের আয়োজনে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা সচেতন সমাজের আহবায়ক মাহমুদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র-সহ সভাপতি বিজ্ঞ আইনজীবী এ্যাডঃ রাশেদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি বিজ্ঞ আইনজীবী এ্যাডঃ ফয়জুল আলম রনন, সহ-সভাপতি ও জাতীয় সংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু, প্রস্তাবিত কমিটির যুগ্নঃ সাধারন সম্পাদক সাংবাদিক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুব হোসেন, সাংবাদিক ওয়াজেদ আলী, সাংবাদিক শাহীন খন্দকার, সাংবাদিক জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার সচেতন নাগরিক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।