বার্মা থেকে ইয়াবার পাশাপাশি আসছে কোটি কোটি টাকার স্বর্নের বার

কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

কক্সবাজারের উখিয়ার টিভি রিলে উপকেন্দ্র এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩৩টি স্বর্নের বার উদ্বার করেছে। 

বান্দরবানেরর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু বিওপির বিজিবি সদস্যরা

এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত স্বর্নের বার বহনকারী রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 

৯ আগষ্ট সকাল ৬ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে তুমব্রু থেকে পায়ে হেঁটে আসা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প মুখী এক রোহিঙ্গাকে আটক করে তল্লাশি করা হলে কোমরে লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩ টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার করা স্বর্ণের ওজন ৪৭০ ভরি।যার বাজার মূল্য ২ কোটও ৯১ লাখ ৪০ হাজার টাকা। ধৃত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জয়নুল আবেদিন(৬৫), তুমব্রুর জিরো পয়েন্টের আশ্রিত রোহিঙ্গা। সে মৃত ফজর আহমদের ছেলে।

ধৃত পাচারকারীকে উখিয়া থানায় সোপর্দ করতঃ ও উদ্ধার স্বর্ণের বার ট্রেজারী অফিসে জমাদান বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।