রংপুর র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক, কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:১৮ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুর র‌্যাব-১৩ কর্তৃক ৩ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ দুই মাদ ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিণমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা রাজশাহীর আল আমিন (২২) ও নয়ন (২০)। 

বুধবার (১১ আগষ্ট) র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন

ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে হরিণমারী মহাসড়কের ওপর জরুরি চেকপোস্ট বসায় র‌্যাব-১৩। এসময় রাজশাহী থেকে রংপুরগামী সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি করে  ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারিরা বেশ কিছুদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বিভিন্ন যানবাহনে করে হেরোইনসহ অন্যান্য মাদক রাজশাহী থেকে গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতো তারা। তাদের সঙ্গে জড়িত অন্যদের ধরতে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।