রাঙামাটির সাজেকে সেনাঅভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র ২কালেক্টর আটক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২১ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে ১২বীর বাঘাইহাট জোন অস্ত্রসহ ২জন ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর আটক করে।

শুক্রবার(১৩ আগস্ট) ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন নতুন দোকান জারুলছড়ি এলাকা হতে বাঘাইহাট জোন এ বিশেষ অপারেশন পরিচালনা করে ওমর চাকমা(৩৪) এবং রকেট চাকমা(২২) নামে ২জনকে আটক করে। 

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল।

এসময় তল্লাশি পূর্বক তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।

তল্লাশি অভিযান শেষে ওই সন্ত্রাসীদেরকে বাঘাইহাট সেনা ক্যাম্পে নিয়ে আসা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।