গোবিন্দগঞ্জে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারি আটক

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭৩ বোতল ফেন্সিডিলসহ সুমন মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক বহনের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

১৩ আগস্ট শুক্রবার দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ আগস্ট) সকালে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর বাজারে এনবি হায়াৎ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পশ্চিম পাশে জরুরী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট করাকালীন সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশী করে ১৭৩ বোতল ফেন্সিডিলসহ সুমন মিয়াকে আটক করা হয়।

এসময় মাদক বহনের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার বাসিন্দা। তাহার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।