জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরহাদ খান নড়াইল,প্রতিনিধি
ফরহাদ খান নড়াইল,প্রতিনিধি ফরহাদ খান নড়াইল,প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল সদর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিÿার্থীদের অংশগ্রহণে সঙ্গীত, আবৃত্তি এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়।

প্রতিযোগিতায় সঙ্গীতে ক-বিভাগে প্রথম হয়েছে, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঈস্পিতা বকসী এবং খ-বিভাগে প্রথম হয়েছে, ওই বিদ্যালয়ের শিক্ষার্থী রথি দাস। 

৭মার্চের ভাষণে ক-বিভাগে প্রথম হয়েছে, নড়াইল দÿিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিÿার্থী আলিফ আবেদীন এবং খ-বিভাগে প্রথম হয়েছে, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিÿার্থী অঙ্কিতা ভৌমিক। এছাড়া আবৃত্তিতে ক-বিভাগে প্রথম হয়েছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিÿার্থী ইউষা এবং খ-বিভাগে প্রথম হয়েছে, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের শিÿার্থী নিশাত নাবিলা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন-সাবেক অধ্যাক্ষ রওশন আলী, নাজমুল ইসলাম, মুন্সি আসাদুর রহমান ও সৌরভ ব্যানার্জী।