পুঠিয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:১৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২১

রাজশাহীর পুঠিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল ৪ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আ'লীগ ও সহযোগী সংগঠনের  আয়োজনে বানেশ্বর ট্রাফিক মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন  আ'লীগের সভাপতি আলিউজ্জামান মুন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। 

এসময় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আ'লীগের প্রচার সম্পাদক মোজাম্মেল হক, জেলা আ'লীর উপদপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম তাজুল, এ্যাড. আব্দুস সামাদ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম রবি, বানেশ্বর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান, বানেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মানজুর রহমানসহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। 

উপস্থিত বক্তাগন দিনটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।