রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২১ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাজশাহী মহানগরীর একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ করে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ আগষ্ট) বেলা  ১১ টার দিকে তালাইমারী (বৌবাজার) এলাকায় পাঁচতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে চারঘাট উপজেলার মোঃ শফিকুল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) বিদ্যুৎতার সংলগ্ন দেয়ালে আটকা পড়েন। 

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিসের এডি মোঃ দিদারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসএসও, এসও গন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত উদ্ধার করেন।

পরে ঘটনাস্থল হতে পুলিশের একটি দল  মৃতকে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের একটি সূত্র।