চকরিয়ায় জমি বিরোধ নিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ৯, আটক ২

মো: সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
মো: সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি : মো: সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২১ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মুবিনপাড়া গ্রামে জমি জবর দখলের ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও ৯ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ আগষ্ট দুপুর ১২টায়। নিহত নাছির উদ্দিন নোবেল ওই ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মরহুম আবদুল খালেক সিকদারের পুত্র বলে জানা গেছে।

হত্যাকান্ডের পর পুলিশ অভিযান চারিয়ে একই ইউনিয়নের মৃত নাদের হোসেনের পুত্র হেলাল উদ্দিন ও মৃত আলি হোসেনের পুত্র নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে।

পূর্ববড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন নোবেল চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ছিলেন বলেও জানা গেছে।

পূর্ববড়ভেওলা ইউনিয়নের মুবিনপাড়া গ্রামের নিহত নাছিরের পৈত্রিক সুত্রে পাওয়া ২০শতক জমি ছিল। গত ১৬ আগষ্ট নিহত নাসিরের চাষা আক্তার আহমদ জমিতে চাষাবাদের জন্য গেলে সন্ত্রাসীরা তাকে মেরে আহত করে।

ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সশস্ত্র সন্ত্রাসী এনাম বাহিনীর নেতৃত্বে ১৪-১৫ জন সন্ত্রাসী জোর পূর্বক ওই জমি জবরদখল করতে গেলে জমির মালিক নাছির উদ্দিন নোবেল এতে বাধাঁ দেওয়ায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে নাছির উদ্দিন নোবেলকে ঘটনাস্থল থেকে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় সন্ত্রাসীদের গুলিতে আরো ৯ জন আহত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় হেলাল উদ্দিন ও নাছির উদ্দিন নামে ২ জন জনতার সহায়তায় পুলিশ আটক করেছে।

গুলিবিদ্ধরা হলেন, পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা মো. ফেরদৌসের ছেলে আজিজুল হক (৫০), আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (৩১) ওমর মিয়ার ছেলে সরওয়ার হোসেন (৪২), আকবর আহমদের ছেলে আবুল কালাম ইয়াসিন (২১), সিরাজ মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫), আবুল হোসেনের ছেলে মো. শফি (৩৮), গোলাম উল ইসলামের ছেলে নুরুল কাদের (৪৬), আজাহার আহমদের ছেলে জাফর আলম (৫০), মন্নু আলমের ছেলে জাহেদুল ইসলাম (২৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল জানিয়েছেন, গুলিবিদ্ধ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানা পুলিশের একটি দল হাসপাতালে এসে তথ্য সংগ্রহ করে বাদী পক্ষের দেয়া লিখিত অভিযোগ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।