গোবিন্দগঞ্জে কোচের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের ৩ আরোহীর মর্মান্তিক মৃত্যু

আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২১ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অংশে কোচের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে করিম মেকার, তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বড় ভাই তালেব উদ্দিনের ছেলে ভট্টু (৩৮) ও নাকাইহাট ইউনিয়নের কালুগাড়ী গ্রামের নুর মুহাম্মদের ছেলে মাহবুর (২৭)।

২০ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বালুয়া বাজার সংলগ্ন নুনদহ ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বালুয়া বাজার থেকে মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে জামালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছি বিশ্বরোড থেকে জামালপুরগামী রোডে মোড় নিয়ে ঢাকাগামী পায়েল পরিবহনের একটি নৈশ কোচ মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেলটি কিছুদূর পর্যন্ত কোচের চাকার সাথে আটকে গেলে ড্রাইভার কোচ থেমে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ হাইওয়ে, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।