কুড়িগ্রামে উজানের ঢলে ধরলায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৪৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২১

উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে সেতু পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ধানসহ বিভিন্ন সবজির খেত।

রোববার (২২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়নের বড়াই বাড়ি গ্রামের মাহাবুব বলেন, তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করছি। ২-৩ দিন নদীতে পানি বৃদ্ধির ফলে আমার  আমন ক্ষেত তলিয়ে গেছে। পানি যদি স্থায়ী থাকে তাহলে আমন নষ্ট হয়ে যাবে। করোনার কারণে সংসারের অবস্থা খারাপ। তার মধ্যে যদি আবার আমন ক্ষেত নষ্ট হয়ে যায় কী হবে আমাদের?

কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. সাঈদুর রহমান জানান, ধরলা নদীতে দুদিন থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আমার ইউনিয়নে এখনো কোনো পরিবার পানিবন্দি হয়নি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়বে। তাছাড়া কৃষকদের কিছু ফসলি জমি পানিতে ডুবে গেছে। পানি দীর্ঘ দিন থাকলে আমন আবাদের ক্ষতি হয়ে যাবে।