পীরগাছায় বাসের চাপায় পড়ে যুবকের মৃত্যু

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২১ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২১

যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে রংপুরের পীরগাছায় আশরাফুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চৌধুরাণী বাজারের তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার দামমোদরপুর ইউনিয়নের ভাঙামোড় গ্রামের শামছুল আলমের ছেলে। মৃত্যুর বিষয়টি পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল ইমলাম তার এক বন্ধুসহ মোটরসাইকেল যোগে উপজেলার বকশির দীঘির আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে চৌধুরাণী বাজারে তেলের পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা তার বন্ধু গুরুতর আহত হন।