সাপাহারে বেকার যুবনারীদের প্রশিক্ষন ও ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১

নওগাঁর সাপাহারে বেকার যুবনারীদের  হস্তশিল্প (নকশী কাঁথা, বালিশ,এপলিক বেডশিট ও কুশন কাভার তৈরী)  বিষয়ক ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সহ অন্যান্যরা। 

উপজেলার ২০ জন বেকার যুবনারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে জানান আয়োজকরা।

পরে বেলা ১১ টার দিকে  উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিডি ক্লিন'র উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ বিডি ক্লিন সাপাহার উপজেলা শাখার নের্তৃবৃন্দ।