গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের জমিতে (ইপিজেড) স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরইপিজেড স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সোমবার বিকাল ৪টায় উপজেলার চারমাথা মোড়ে গোবিন্দগঞ্জবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক মহল ও সুধীজনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু। তিনি গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করায় সরকারকে সাধুবাদ জানান। সরকার ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ইপিজেড স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় গাইবান্ধা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ তাঁর বক্তব্যে বলেন, আরইপিজেড স্থাপনের বিরোধীতা নয়, সকলেই সহযোগিতা করবে। গোবিন্দগঞ্জে আরইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানে পরিবর্তন আসবে। তাই উন্নয়নের স্বার্থে এটি উপজেলাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু তনয় কুমার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক। 

এসময় সাংবাদিক কালামানিক দেবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, গোবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন, রফিকুল ইসলাম মণ্ডল, নূর আলম, তারাজুল ইসলাম, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মামুন হাসান, সাংবাদিক আরাফাত, লাবু, শাহীন শেখ, সোহেল রানা, মোতাছিম বিল্লাহ, সিহাব সরকার, মহি উদ্দিন মাসুদ প্রমুখ।