কুড়িগ্রামের বল্লভেরখাস ইউনিয়নে গঙ্গাধর নদীর ভাঙন রোধে বাঁধের দাবীত মানব বন্ধন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২১ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের গঙ্গাধর নদী ভাঙন প্রতিরোধে এবং স্থায়ী তীর রক্ষা বাধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে ভাঙন কবলিত এলাকা রঘুর ভিটা গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙন রোধে স্থায়ী বাধের দাবীতে বক্তব্য রাখেন বল্লভের খাষ ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সাফি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলছুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, গঙ্গাধর নদী ভাঙনে মানুষজন সর্বস্ব হারালেও কোন ব্যবস্থা গ্রহন করছে না সরকার। আমরা অনতি বিলম্বে ভাঙ্গন রোধসহ একটি বাধ নির্মাণের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য গত এক সপ্তাহে রঘুর ভিটা, কৃষ্ণপুর ও রামদত্ত গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, শত বিঘা কৃষি জমি নাদী গর্ভে বিলিন হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পাকা সড়ক ভাঙনের হুমকিতে আছে।