গুইমারা ইউএনও'র মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২১ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় জনসাধারণকে করোনামুক্ত রাখতে ও স্বাস্থ্যবিধি মানাতে দিবানিশি বিরামহীনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। 

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(২৪আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ৩০জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ, গুইমারা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র মজুমদার,  হাফছড়ি ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ শাহ আলম, সিন্দুকছড়ি ইউনিয়ন কমান্ডার মংরুইবাই মারমাসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রজন্মগন। 

মাস্ক বিতরণ ও জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ধারাবাহিক কার্যক্রম চালানোর বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের এবং তাদের পরিবারের সকলেই যাতে ভালো থাকে সেজন্য অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা যাতে দ্রুত সময়ে পেতে পারে সেজন্য সর্বদা প্রস্তুতি রয়েছে। 

মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সকলকে এবং গুইমারা উপজেলার সকল জনগনের  স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সকল প্রচেষ্টা চালানো হয়েছে যা অব্যাহত থাকবে।