রংপুরে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আয়ুবের্দিক ঔষধ প্রস্তুতের ক্যামিকেল জব্দ

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২১ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরে মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে  বিপুল পরিমাণ আয়ুবের্দিক ঔষধ প্রস্তুতের ক্যামিকেল জব্দ করা হয়েছে। জানা গেছে অবৈধভাবে ঔষুধ উৎপাদনের জন্য নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যালস (আয়ুঃ) বাংলাদেশ এ অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামাদিসহ ঔষধ প্রস্তুতের ক্যামিকেল জব্দ করা হয়। 

মঙ্গলবার ( ২৪ আগষ্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনা এবং নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) ছালেহ্ আহাম্মদ পাঠান, এসআই (নিঃ) বাবুল ইসলাম, এসআই (নিঃ) নাজমুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ, ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক  তৌহিদুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  রাহাত বিন কুতুব যৌথভাবে হারাগাছ থানাধীন ৯ নং ওয়ার্ডস্থ বাহারকাছনা মাস্টারপাড়ায় অবস্থিত পুরাতন নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যাল (আয়ুঃ) ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আয়ুবের্দিক ঔষধ প্রস্তুতের ক্যামিকেল, তৈরি ঔষধ ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সর্বমোট ৫,৫০,০০০/- টাকার মালামাল জব্দ করে  তা ধ্বংস করা হয়। 

উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় যে- ঐ প্রতিষ্ঠানের পরিবেশের ছাড়পত্র নাই, রেজিস্ট্রেশন নাই, ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়াই  প্রতিষ্ঠানটি বৃহৎ শুষ্ক মৌলাদি তৈল, সুমুদ্র শোষন তৈল, পুনর্ণ বাদী তৈল, বৃহৎ সন্ধ্যাবাদী তৈল, বৃহৎ ষড়বৃন্দু তৈল,  শুক্র সঞ্জীবন হালুয়া সহ প্রায় বিশ্বের অধিক অনুমোদন বিহিন বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ উৎপাদন ও বাজারজাত করেন।

এছাড়াও উক্ত প্রতিষ্ঠানে কেমিক্যাল প্রয়োগ হয় কিন্তু কোন কেমিস্ট নাই, ঔষধ প্রস্তুতকারী শ্রমিকদের হাতে হ্যান্ড গ্লোভস ও মাস্ক পরিহিত দেখা যায় নাই, নোংরা পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে শ্রমিকদের ঔষধ প্রস্তুত করতে দেখা যায়, ফায়ার সার্ভিসের ছাড়পত্র নাই, ঔষধ তৈরির কাঁচামাল গাছ গাছালী সঠিকভাবে সংরক্ষণ করা হয় না, অ্যানেক্সার এর বাহিরে ঔষধ উৎপাদন পরিচালিতসহ নানাবিধ অবৈধ কার্যক্রমের দায়ে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  রাহাত বিন কুতুব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ ১৮(ক) ও (গ) এবং ২৭ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিক  বাহারকাঁচনা মাস্টারপারা ( নজরুল কাউন্সিলর রোড) হারাগাছ এলাকার মৃত বাশারত উল্ল্যাহ ব্যাপারী এর ছেলে ওয়ালি উল্ল্যাহ (৫৩) কে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন এবং লাইসেন্স না করা পর্যন্ত উক্ত ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।

উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার ভেজাল ঔষধ উৎপাদন, ক্রয়-বিক্রয় বন্ধসহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।