ধামইরহাটে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল এক মাদক ব্যবসায়ী আটক

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২১ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। উপজেলার আলমপুর ইউনিয়ন এলাকা থেকে গত রবিবার তাদের আটক করা হয়। রাতেই ডিবি কর্তৃক ধামইরহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-৫০, তারিখ-২৯/০৮/২১ খ্রি.।


জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি কে এম সামসুদ্দিনের নেতৃত্বে এস.আই মিজানুর রহমান, এ.এস.আই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের প্রেক্ষিতে ২৯ আগস্ট দুপুর ২ টায় উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলীয়া এলাকায় ফেন্সিডিল ব্যবসায়ী চককালু গ্রামে দেওয়ান মোহম্মাদ আবু হুরায়রা ওরফে বিপ্লব (২৫)কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেরে ৩ জন চোরাকারবারি পালিয়ে যান। পরে আসামীকে ধামইরহাট থানায় হস্তান্তর করে ডিবি।


ডিবি’র ওসি কে এম সামসুদ্দিন জানান, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া (বিপিএম) মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ, সমাজ থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার  জন্য পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে আহবান জানাচ্ছি।