ধামইরহাটে ১৩ টি জলাশয়ে ৩৭৬ কেজি পোনামাছ অবমুক্ত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২১ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি রাজস্ব খাতের আওতায় ১৩ জলাশয়ে কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ৩১ আগস্ট দুপুর ১২ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে ৪৩ কেজি পোনা মাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। পরে ঘুকসি বিল, বেলঘরিয়া দাখিল মাদরাসা, বৈদ্যবাদি ও মানপুর আবাসন কেন্দ্রের পুকুর, তালান্দার ও শিমুলতলী ফাড়ি পুকুর, কাশিয়াডাঙ্গা কওমী মাদরাসা, খুলুপুকুর, গুন ছোটপুকুর, ধাপের পুকুর ও দক্ষিন শ্যামপুর মসজিদ পুকুরে মোট ৩৭৬ কেজি পোনা মাছ পর্যায়ক্রমে অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা, ভেটেরিনারী সার্জন ডা. রিপা রানী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজামান সরদার, সাংবাদিক জাহিদ হাসান ও মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. মোস্তারিনা আফরোজ জানান, চলতি অর্থ বছরে  বছরে রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত ৯৪ হাজার টাকায় কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।