ধামইরহাটে মৎস্য সমিতির নির্বাচনে বিনাভোটে সভাপতি-মোসলেম, সম্পাদক তিতু, ভোটে জিতলেন হাসিনুর

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২১ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট মৎস্য সমবায় সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মো. মোসলেম উদ্দিন ও সম্পাদক পদে মো. আবু তালেব তিতু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেও সহ-সভাপতি পদে বাঘে-সিংহের লড়াই হয়েছে। মাত্র ১ ভোটে প্রতিপক্ষকে হারিয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মৎস্য ব্যবসায়ী হাসিনুর রহমান।


৩১ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ধামইরহাট বাজার মৎস্য আড়ত কার্যালয়ে ‘ধামইরহাট মৎস্য সমবায় সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দীতার করেন মো. হাসিনুর রহমান রহমান (আম মার্কা) ও আবু হানিফ (পানির বোতল মার্কা)। সমিতির ৭৭ জন ভোটারের মধ্যে ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৩৮ ভোট পেয়ে আম মার্কায় হাসিনুর রহমান বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আবু হানিফ পেয়েছেন ৩৭ ভোট। উল্লেখ্য একজন ভোটার মৃত্যুবরণ করেছেন ও একজন অনুপস্থিত ছিলেন।


নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশীদ, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী পরিদর্শক মোস্তফা সরকার।
নতুন নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সহ-সভাপতি মৎস্য ব্যবসায়ীদের কল্যানে নিজেদের উৎস্বর্গ করার ধৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।