খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে ১শিশুর মৃত্যু, নিখোঁজ-১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি
পার্বত্যাঞ্চল প্রতিনিধি পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি জেলা সদর সংলগ্ন চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে ২শিশু নিখোঁজের পর  একজনকে মৃত উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এঘটনা ঘটে।

নিখোঁজ ২জন খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মোঃ দিদারুল ইসলাম এর ছেলে সেলিম আহমেদ (১০) ও মোঃ উজ্জ্বল হোসেন ছেলে মোঃ রিফাত হোসেন(৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ছেলে দুটিকে তাদের বাবা-মা খোঁজাখুঁজি করতে থাকলে, আশে পাশের বলে আপনাদের ছেলারা পানিতে নেমে গোসল করেছে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে ৩টার দিকে সেলিম আহমেদকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাত হোসেনকে স্থানীয় মাধ্যমে এখনো নদী হতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় রাঙ্গামাটি থেকে ডুবুরি আনা হচ্ছে।