সারাদেশে পুলিশের কনস্টেবল পদে আবেদন শুরু, ধামইরহাটে কম্পিউটার দোকানগুলোতে ভিড় জমাচ্ছে তরুনরা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪
সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে পুলিশের কনস্টেবল পদে নিয়োগে ব্যাপক উৎসাগ উদ্দীপনায় ও আগ্রহ সহকারে আবেদন করতে দেখা গেছে। উপজেলার কম্পিউটার দোকানগুলোতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গত ১০ সেপ্টেম্বর থেকে সারা দেশে আবেদন ‍শুরু হয়। অনলাইনে এবার আবেদন পদ্ধতি চালু করেছে পুলিশ বিভাগ। আবেদনকারীগণ প্রয়োজনীয় কাগজপত্র ছবি সহকারে নির্ধারিত ওয়েব সাইট police.teletalk.com.bd এ আবেদন করতে পারবেন। স্বচ্ছ প্রক্রিয়ায় ও ঘুষ দূর্নীতিমুক্ত একটি নিয়োগ কার্য্ক্রম সফল করতে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছে নওগাঁ জেলা ও ধামইরহাট পুলিশ।বিভিন্ন স্থানে ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে সচেতনতামুলক প্রচার ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে।


ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চাকুরী প্রত্যাশীগণ তাদের যোগত্যা ও মেধা দিয়ে যাতে করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে পারে, সে লক্ষে অনলাইনে আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। পুলিশের কনস্টেবল পদে কেহ কোন প্রকার আর্থিক লেনদেন কারো সাথে করবেন না, যদি কেহ অর্থ চায়, তাহলে পুলিশকে অবগত করুন।