ধামইরহাটে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই-জনতার সহযোগিতায় পথেই আটক করলো থানা পুলিশ

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে যাত্রীবেশে ও ফিল্মি কায়দায় চালকের পা-হাত বেঁধে ইজিবাইক ছিনতাই এর ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক ভাবে ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় ও থানা পুলিশ পথেই ইজিবাইক সহ ছিনতাইকারীকে আটক করেছে। ১২ সেপ্টেম্বর রাতে খেলনা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত সাড়ে ৭ টায় মঙ্গলীয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মোস্তফা কামাল আমাইতাড়া বাজারে তার নিজ চালিত ইজিবাইকে ৪ জন যাত্রী ৫শত টাকা চুক্তিতে পত্নীতলার কুটইল বাজারে যাবার প্রস্তাব দিলে চালক মোস্তফা কামাল তাদের নিয়ে রওনা দিলে রাত প্রায় সাড়ে ৮ টার দিকে মড়লই বাজার এলাকার পাঁকা রাস্তার ফাঁকা স্থানে পৌঁছামাত্র যাত্রীবেশ ধারী ছিনতাইকারীরা চালককে গামছা দিয়ে মুখ ও হাত পা বেধে রাস্তার পাশে ফেলে রেখে ইজি বাইক টি নিয়ে চম্পট দেয়। এ সময় জনৈক মোটরসাইকেল আরোহী তাকে দেখতে পেয়ে ও ঘটনা জেনে স্থানীয়দের জানিয়ে পুলিশে ফোন করে। খবর পেয়ে ওসি আব্দুল মনিরে নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল খেলনা বাজার হতে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারী মোশারফ হোসেন (৪০) কে গ্রেফতার করে। আটককৃত আসামী পত্নীতলা শিহাড়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশের উপস্থিতি জানতে পেরে ৩ জন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মোস্তফা কামাল বাদী হয়ে ৪ জনকে আসামী করে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, তাৎক্ষনিক খবর দেওয়ায় থানা পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার ও ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হয়েছে, গ্রেফতার কৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের গ্রেফতার পুলিশ তৎপর আছে।