ধামইরহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়ের সভাপতিত্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো, আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো, আজমল হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, বনবিট কর্মকর্তা আবদুল মান্নান, চকচন্ডি বিওপি কমান্ডার প্রতিনিধি হাবিলদার মো. খলিল, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, ওসমান আলীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ মন্ডল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তাগণ ধামইরহাট উপজেলায় মাদক নির্মুলে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।