সাপাহারে ২০ বোতল ভারতীয় মদ সহ আটক -৩

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর সাপাহারে ২০ বোতল ভারতীয় মদ সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ময়নাকুড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে পিয়াস বাবু (১৯), মানিকুড়া সরদার পাড়া গ্রামের মৃত মাহিন্দ্র দেবনাথের ছেলে সুবোধ দেবনাথ (২০) ও একই গ্রামের সজন দেবনাথের ছেলে সাগর দেবনাথ (২০)। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার খঞ্জনপুর রামরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালায়। এসময় উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে তল্লাশি চালালে তাদের নিকট হতে ২০ বোতল ভারতীয় মদ সহ হাতেনাতে আটক করে।

পরের দিন শুক্রবারে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।