ধামইরহাটে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগে সকল মসজিদে ওসি আবদুল মমিনের সচেতনতা মুলক প্রচারনা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাট সহ সারা দেশে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ নিয়োগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। সেই লক্ষে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মাইকিং, সচেতনতামুলক পোস্টার,  প্রেস ব্রিফিংসহ নানামুখী প্রচারনা অব্যাহত রেখেছে থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল মসজিদে অনিয়ম ও দূর্নীতিমুক্তভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে এই সচেতনামুলক প্রচারনা চালানো হয়। প্রতিটি ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তাগণ এতে সহযোগিতা করেন এবং মসজিদে মসজিদে গিয়ে সচেতনতামুলক প্রচারনা চালান।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, বিভিন্ন সময় অনেকে প্রতারকদের খপ্পড়ে পড়ে ও প্রতারকদের মুখরোচক কথা ও মিথ্যে আশ্বাসে অন্ধবিশ্বাসে টাকা পয়সা দিয়ে পরে সর্বশান্ত হওয়ার ঘটনা ইতিপূর্বে ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কেউ এই প্রতারনার শিকার না হন, সেই জন্য নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নির্দেশে প্রত্যেকটি এলাকায় প্রচারনা চালিয়ে যাচ্ছি, কেউ কারও সাথে অহেতুক অবৈধ অর্থ লেনদেন করবেন না, যদি কেহ চাকুরী দেবার নাম করে অর্থ দাবী করে তাহলে দ্রুত থানা পুলিশকে অবহিত করবেন।