পত্নীতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক- ২

মাসুদ রানা,পত্নীতলা( নওগাঁ)  প্রতিনিধি
মাসুদ রানা,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র আভিযানে সীমান্তে ফেনসিডিল সহ ২ জন  কে আটক  হয়েছে। 

 ক্যাম্প সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ০৯টায় হাটসুল বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মোঃ আব্দুল মোতালেব এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৫৩ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাড়াশাওলী আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ উপজেলার হাটশাওলী গ্রামের মোঃ সুলতান এর ছেলে মোঃ রহুল আমিন (২৫) ও মোঃ আঃ রাজ্জাক এর ছেলে মোঃ মেহেদী হাসান (২২) কে আটক করে।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪  বিজিবি অধিনায়ক  লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি এক বার্তাতে জানান আটকৃত ০২ জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়েরপূর্বক আসামীদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।