বাঘাইছড়িতে হত্যা মামলার ২আসামী শাশুড়ি-ননদ গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪





রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী মুসলিম ব্লক গ্রামে গৃহবধূ শাবনুর হত্যা মামলায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, শ্বশুর বাড়ির ঘরে ২০১৯সালের ৩মার্চ রাতে ঝুলান্ত অবস্থায় শাবনুরের মুতদেহ পাওয়া যায়। 

ওই দিনই ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় পরে ঘটনার দেড় বছর পর ময়নাতদন্তের রিপোর্টে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে গৃহবধূ শাবনুরের বাবা চানমিয়া বাদী হয়ে ২২সেপ্টেম্বর গৃহবধূ শাবনুরের স্বামী, শাশুড়ি, ননদসহ পাঁচ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গৃহবধূ শাবনুর আক্তারের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালায়। মামলার পর থেকেই স্বামীসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।

এ প্রেক্ষিতে শনিবার রাতে এজাহার ভুক্ত আসামি জোহরা বেগম(৪৮) স্বামীঃ মৃত শফিক ব্যাপারী, ও ফাতেমা বেগম(২৭) স্বামীঃ মাহাবুব সাইয়দকে গ্রেফতার করে বাঘাইছড়ি থানার এসআই মো আসাদ।

এব্যাপারে বাঘাইছড়ি থানার এসআই মো আসাদ বলেন, ফরেনসিক বিভাগের রিপোর্ট অনুযায়ী হত্যা মামলার আসামি ২জনকে গ্রেফতার করে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।