খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালকসহ আহত-৬

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালকসহ ৬জন আহত হয়েছে। 

রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে জেলা সদরের আলুটিলা জিরোমাইল ২০নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রাক্টরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোঃ বাদশা(২০) ও মোঃ রহমান আলী(২১) গুরুতর আহত হয়। আহতরা উভয়ে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি এলাকার।এছাড়াও অন্তত আরো ৫/৬জন আহত হয়েছে। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।পরে তাদেরকে পুলিশ, সেনাবাহিনীসহ স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করে। 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর ২জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।