কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

এ আর রাকিবুল হাসান  ,কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী জহুরুল হককে ৪৬ বোতল মাদক ও মাদক বিক্রির নগদ ২লাখ ৫৭ হাজার টাকাসহ আটক করেছে থানা পুলিশ। 

পুলিশ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড়  গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী  জহুরুল হকের  বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়িতে রাখা ২৩ বোতল ফেনসিডিল, ২৩ বোতল স্যাফ, ৫০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ২লাখ ৫৭ হাজার ১শ’ ৩০ টাকা উদ্ধার করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী জহুরুল হক(৩৭) কে  আটক করে। 

উল্লখ্য জহুরুল হক দীর্ঘদিন থেকে ভারত থেকে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক এনে বিক্রি করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর রবিবার তাকে আদালত সোপর্দ করা হয়েছে।