রামগড়ে বিএডিসির জায়গা দখলে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুলিশ

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খগড়াছড়ির রামগড় পৌর এলাকায় অবস্থিত বিএডিসির(সার) সরকারি জায়গা আবু মিয়া কর্তৃক দখলের উদ্দেশ্যে ইটের দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুলিশ। 

শনিবার(২৭ সেপ্টেম্বর) সকালে দেয়াল নির্মাণের খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক মো. নুরুল আফছার রাঙ্গামাটি থেকে এসে পুলিশের সহায়তায় কাজ বন্ধ করে দেন। 

জানা যায়, নব্বইর দশকে উপজেলা পর্যায়ে কার্যক্রম বন্ধ করে দেয়ার পর বিশাল আকারের গুদাম ও অফিসসহ স্থাপনাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। 

এ সুযোগে একটি মহল সরকারি এ জায়গা জবর দখলের চেষ্টায় লিপ্ত হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, সংংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে সরকারি সম্পদ রক্ষার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেয়। 

তিনি আরও বলেন, জায়গাটি উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিএডিসির সরকারি জায়গা পরিমাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।