পলাশবাড়ীতে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে দু'টি বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রদীপ কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম হুমায়ন কবীর, পলাশবাড়ী এসএম পাইলট মডেল  সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।