ধামইরহাটে উমার ইউনিয়নে টিকা গ্রহণকারীদের বিস্কুট ও খাবার পানি দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১:৫৯ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দিনে দেশ ব্যাপী করোনার প্রতিরোধক  হিসেবে গণটিকাদান কর্মসূচি ধামইরহাটেও সম্পন্ন  হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দিন ব্যাপী উমার ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত ১৫৫০ টি টিকা ৯টি ওয়ার্ডের জন সাধারণকে বিতরণ করা হয়। এ সময় কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিকা নিতে আসা সকলকে বিস্কুট খাবার পানি সরবরাহ করেন। নিজ উদ্যোগে ব্যতিক্রমী এই উদ্যোগতে স্বাগত জানিয়েছেন সেবাগ্রহীতা ও স্থানীয়রা। গণটিকা প্রদান কাজে সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক আাব্দুল খালেক, ইউপি সচিব রুহুল আমিন, স্বাাস্থ্য সহকারী দেলোয়ার হোসেন, শিরিনা আকতার, সুলতানা নাছরিন প্রমুখ।