পানছড়িতে খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য রিপন বরখাস্ত

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য মোঃ রিপন মিয়াকে ৪টি রেশন কার্ড এর খাদ্যশস্য উত্তোলন করে আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

গত রবিবার (১৯ সেপ্টেম্বর) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আবুজাফর রিপন পিএএ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য রিপনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একই এলাকার আয়শা খাতুন এর ৩৬৮৩নং রেশন কার্ডসহ ৩৬৪০, ৩৭৮২ ও ৩৭৮৯ সর্বমোট 

৪টি রেশন কার্ড এর খাদ্যশস্য উত্তোলন করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে স্থানীয় তদন্তে প্রমাণিত হয়। ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোঃ রিপন মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন২০০১ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪( ১) অনুযায়ী উল্লেখিত ইউপি সদস্যকে তার স্বীয় পদ হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।