খাগড়াছড়ির ২উপজেলার ১০ইউপিতে ভোটগ্রহণ ১১নভেম্বর

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

দ্বিতীয় ধাপে সারা দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙা ও গুইমারার ১০ইউপি'র তফসিল ঘোষণায় করেছে নির্বাচন কমিশন(ইসি)। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন। এর আগে ৮৬তম কমিশন বৈঠকে ভোটের সিদ্ধান্ত নেয় ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার রাতে এসব ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে দুটি উপজেলা, মাটিরাঙ্গা উপজেলার ৭টি ও গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নসহ মোট ১০টি ইউনিয়ন পরিষদে আগামী ১১নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭অক্টোবর। মনোনয়নপত্র যাছাই বাছাই ২০অক্টোবর। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১থেকে ২৩অক্টোবর। ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। 

প্রার্থিতা প্রত্যাহার ২৬অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭অক্টোবর এবং ভোট গ্রহন  করা হবে ১১নভেম্বর।