লংগদুতে বাড়ীর পার্শ্বে কাপ্তাই লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকের ভরপুর পানিতে পড়ে অভিভাবকদের অসচেতনতায় এক শিশুর মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০মিনিটের দিকে বাড়ির পার্শ্ববর্তী ঘাটে বাবা মেয়েকে নিয়ে গোসল করতে গেলে দূর্ঘটনাটি ঘটে। 

মৃত শিশুটি আমিনা(৪) রাঙামাটির লংগদু ১নং আটারকছড়া ৩নং ওয়ার্ডের     আব্দুর রহিম হাওলাদারের কন্যা। 

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দুপুরে বাবার সাথে গোসল করতে বাবা মেয়ে দু'জন ঘর থেকে বের হয়। মোবাইলে কল আসলে রিসিভ করতে বাবা ঘরে গেলে পরিবারের অজান্তে মেয়েটি নদীতে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটিকে খোঁজাখুঁজির একপর্যায় ঘাটের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখা যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।