রাজশাহীতে পদাতিক কোর ৬ষ্ঠ অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত সেনা প্রধান

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৬ষ্ঠ অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত   সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ। রবিবার রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী এ অভিষেক সম্পন্ন হয় । এরমধ্যে দিয়ে কর্নেল অব রেজিমেন্ট হিসাবে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে সেনা সদর , আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় প্যারেড স্কয়্যারে পৌছালে সেনাবাহিনী প্রধানকে অভিবাদন জানানোর পর গার্ড অব অনার প্রদান করা হয়। এরপরই বাংলাদেশ সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টর কর্নেল ব্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বীর গৌরব এ পুস্পস্তবক অর্পন করেন। সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৬ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। তিনি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান ।