ধামইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ অক্টোবর বেলা ১১ টায় একটি র‌্যালী উপজেলার চত্বর প্রদক্ষিণ শেষে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী, গ্রাম পুলিশ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান প্রামানিক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইউপি সচিব বিমান কুমার, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় ও নিয়মিত মনিটরিংয়ের কারণে শতভাগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সচিবগণ জানান.